Women’s football team : সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল
- আপডেট সময় : ০৩:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ২৩০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
অভিনন্দন বন্যায় ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন তরা। নেপালে ইতিহাস গড়ে বীরের বেশে দেশে ফিরেন নারী ফুটবলাররা। তাদের প্রাপ্যটাও আকাশ ছোঁয়া। বিমান বন্দর থেকে খোলা ছাদের বাসে ১৪ কিলোমিটার রাজপথ জুড়ে গণসংবর্ধনা দেওয়া হয় বিজয়ী দলকে।
পথে পথে জাতীয় পতাকা, ব্যানার নেড়ে সাবিনা, কৃষ্ণাদের বরণ করে নেয় সাধারণ মানুষ। ১৯ বছর পর সাফ চ্যাম্পিয়নশীপ শিরোপা অর্জন করলো বাংলাদেশ।
নেপাল থেকে উড়ে আসা বাংলাদেশের বিমানের উড়ানটি বেলা দুটো নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান অবতরণ করে। সেখানে নারী বিজয়ী দলকে বরণ ও সংবর্ধনা শেষে খোলা ছাদের বাসে করে রাজপথ দিয়ে ১৪ কিলোমিটার অতিক্রম করে বিকালে এসে পৌছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। এখানে আরেক দফা সংর্ধদিত হন সাফ নারী ফুটবলাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ পুরষ্কার ঘোষণা করেন।

দেশের ফুটবলে ১৯ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ৫০ লাখ টাকা উপহার দেয়ার ঘোষণা দেন।
ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নারীদের এমন অর্জনকে স্বীকৃতি দিয়ে পুরস্কার ঘোষণা করা হলেও, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করেননি সংস্থাটির সভাপতি কাজী সালাহউদ্দিন। তবে সামর্থ্য থাকলে তিনি প্রত্যেক ফুটবলারকে ২ কোটি টাকা করে দিতেন বলেও জানান।



















