Disaster environment : জলবায়ু সংকটে বিশ্বজুড়ে নদ-নদী শুকিয়ে যাচ্ছে, চরম বিপর্যয়ে পরিবেশ
- আপডেট সময় : ০৯:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ ২৭৮ বার পড়া হয়েছে
সুন্দরবন লাগোয়া মোংলা থেকে উদ্ধার বিলুপ্ত প্রজাতির সুন্ধি কচ্ছপ : ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
জলবায়ুর চরম সংকট চলছে বিশ্বজুড়ে। শুকিয়ে যাচ্ছে নদ-নদী। জলশূন্য হয়ে যাচ্ছে খাল-বিল জলাশয়। অঞ্চল অনুসারে জলের স্তরে নিচে নেমে যাওয়ায় খাবার জলের সংকট দেখা দিয়েছে। উপকূল অঞ্চলে আর্সেনিক যুক্ত জলপানে কঠিন রোগে আক্রান্ত হবার খবর মিলছে। পশু পাখি, সরিসৃপ, নানা ধরণের বণ্যপ্রাণী, কচ্ছপ, মাছ ইত্যাদি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। নদ-নদীর জল কমে গিয়ে পণ্যপরিবহন জটিল হচ্ছে।
অনুকুল পরিবেশের অভাবে নানা ধরণের বণ্যপ্রাণী বিলুপ্ত হচ্ছে। এক সময় বাংলাদেশের সুন্দরবন লাগোয়া অঞ্চলে নানা ধরণের বণ্যপ্রাণী ছিলো। এর মধ্যে সুন্ধি প্রজাতির কচ্ছপ অন্যতম। এটি এখন প্রায় বিলুপ্ত প্রায়। শুক্রবার এমন একটি কচ্ছপ উদ্ধার হয়, মোংলা এলাকায়। একটি খালের পাশের ড্রেনে কচ্ছপটি দেখতে পেয়ে তা উদ্ধারে হাত লাগান স্থানীয় দুই সংবাদকর্মী। তারা স্থানীয় বনবিভাগের বন কর্মকর্তা মো. আজাদ কবিরের কাছে কচ্ছপটি হস্তান্তর করেন। কচ্ছপটি সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র অবমুক্ত করা হয়। এটির বয়স প্রায় তিন বছর। ওজন দেড় কেজির ওপরে।
কচ্ছপ দীর্ঘদিন মাটির নিচে থাকতে পারে। শরীরে রোদের তাপ না লাগলে খাওয়ারও তেমন প্রয়োজন হয়না। সম্ভবত এটি মাটির নিচ থেকে বের হয়েছে অথবা কেউ খাওয়ার জন্য নিয়ে আসলে সেখান থেকে ছুটে এসে থাকতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে এ প্রজাতি এখন বিলুপ্ত প্রায়।





















