সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় শেখ হাসিনার
- আপডেট সময় : ০২:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ২১৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
‘সচিবদের সঙ্গে বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জিন করেছি, তা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে
নিয়ে যাবো। এক্ষেত্রে সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বুধবার ভার্চ্যুয়ালি সচিবদের সভায় এ কথা বলেন শেখ হাসিনা।
প্রায় চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি।
ঢাকার শেরে বাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। সরকারের পরিকল্পনাগুলো
যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলো মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলোর বাস্তবায়ন করতে হবে।
এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সবশেষ সচিব সভা অনুষ্ঠিত হয়েছিলো ২০১৭’র জুলাই মাসে। তারপর ৪ জুলাই চার বছর পর সচিব বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও করোনা পরিস্থিতিতে স্থগিত করা হয়। সম্প্রতি আনলক হবার পর সচিব বৈঠক অনুষ্ঠিত হলো।

রেওয়াজ অনুযায়ী সচিবদের নিয়ে প্রতি বছর একটি বিশেষ বৈঠক করে থাকেন প্রধানমন্ত্রী। তবে কোনো কোনো বছর প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলেও বৈঠক অনুষ্ঠিত হতো।
সূত্রের খবর, ৪ জুলাই যখন সচিব বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছিল, তখন এজেন্ডা ছিল, খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধিবিধান কঠোরভাবে
অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও বিবিধ বিষয়।























