পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ ৫০০ ছাড়ালো, শনাক্তের হার ২ শতাংশের নিচে
- আপডেট সময় : ০৯:২০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ৩৮৯ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গে টানা দু’দিন করোনা শনাক্তের সংখ্যা ফের ৫০০ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৩৭ জন এবং
মারা গিয়েছেন ১৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৯২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩১ শতাংশ। শনাক্তের হার ২ শতাংশের নিচে। কলকাতায় শনাক্তের সংখ্যা ১০৮ জন। এছাড়া উত্তর
২৪পরগনায় ৯৮ জন, হুগলি এবং দক্ষিণ ২৪পরগনায় ৩৬ জন, পূর্ব মেদিনীপুরে ৩৫, নদিয়ায় ৩২ এবং হাওড়ায় ৩১ জন নতুন করে শনাক্ত হয়েছে। সব মিলিয়ে রাজ্যটিতে মোট ১৫ লাখ ৬২
হাজার ৭১০ জন করোনা সংক্রমণ ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ২৯১ জন।দৈনিক টিকা গ্রহণের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। ২৪ ঘণ্টায় রাজ্যে ৮ লাখ ৯৪
হাজার ৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে। কোভিড পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১১৭টি। ভারতে সামান্য কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৬,১১৫ জন, মৃত ২৫২ জন।
দেশের অধিকাংশ রাজ্যে কোভিড বেশ কিছুটা নিয়ন্ত্রণে। চিন্তা বাড়িয়ে রেখেছে কেরালা রাজ্য। একাধিক বিধিনিষেধ আরোপেও কেরালায় লাগামহীন সংক্রমণ।
শুধু দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজারের বেশি।
























