দেশের ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিত ষড়যন্ত্র
- আপডেট সময় : ০৬:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ ২৬৬ বার পড়া হয়েছে
‘ব্রহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর’
ভারতের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে ব্রহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। শুক্রবার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দু’টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।
এদিনে কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অপর এক অনুষ্ঠানে হাই কমিশনার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক দু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সগুলি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরীসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করতে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সাহায্য করবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চ ঢাকা সফরকালে ঘোষণাকৃত ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্সগুলি প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না মন্তব্য করে আইন মন্ত্রী আনিসুল হক বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ‘কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে গণ্ডগোল’ বাধিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিত ষড়যন্ত্র।
আনিসুল হক বলেন, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমি দুঃখিত, কিছু কিছু জায়গায় এ ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়। আইনমন্ত্রী আরও বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং বাংলাদেশ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না।
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের বন্ধু হিসেবে জনগণের কল্যাণের জন্য ভারত সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ঘনিষ্ঠ আত্মীয় এবং আজীবন বন্ধু।























