ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুটবলের পর ফুটসালেও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনাকে নিয়ে গর্বিত বাফুফে সভাপতি নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি, ভারতের প্রতি তীব্র প্রতিবাদ বাংলাদেশের দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি, জননিরাপত্তা নিশ্চিত করাই প্রধান অঙ্গীকার: তারেক রহমান বাংলাদেশে ‘বিধর্মী সংসদ সদস্য থাকতে পারে না’ জামায়াতের জনসভা ঘিরে বিতর্ক তায়কোয়ানডো প্রতিযোগিতা সিনিয়রে আনসার, জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত করলেন তারেক রহমান অনিশ্চয়তায় অমর একুশে বইমেলা, পহেলা ফেব্রুয়ারিতে একদিনের প্রতীকী আয়োজন দেশপ্রেমের নামে গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করছে তারা: চরমোনাই পীর ঢাকায় ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য: সড়কে  বিশৃঙ্খলা, দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় সেনা অভিযান, একাধিক সরঞ্জাম উদ্ধার

টিকার সঙ্কট কাটিয়ে ওঠেছে বাংলাদেশ: ড. মোমেন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ২২৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে এখন আর টিকার সংকট নেই। সরকারের হাতে টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের সব নাগরিক পর্যায়ক্রমে করোনা টিকা পাবেন। শনিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেটের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন

ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত এসব তথ্য জানানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভ্যাকসিনেশন ক্যাম্পেইনকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে ড. মোমেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা নিতে হবে। ড. মোমেন বলেন, দেশের সকল নাগরিক কোভিড-১৯ টিকা পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকারের হাতেও পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ

রয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকার সংগ্রহ করছে। সামনে আরও প্রচুর টিকা আসছে।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সবাই কেন্দ্রে টিকাগ্রহণ করবেন। টিকা নিতে এসে যেন অসচেতনতাবশত করোনা সংক্রমণের কবলে কেউ না পড়েন।

তিনি জানান, প্রত্যেক কেন্দ্রে কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি কাউন্সিলররাও ক্যাম্পেইন পর্যবেক্ষণ করছেন। এই ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন মেয়র। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, নগরীর ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন টিকা কার্যক্রম চলবে। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেওয়া হবে।

রবিবার ও সোমবার প্রতিটি কেন্দ্রে ২০০ জন করে টিকা দেওয়া হবে। সিসিকের এই কার্যক্রমে ১৬২জন কর্মী যুক্ত রয়েছে।

সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ,

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর

আজিজুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল উপস্থিত ছিলেন।

এ দিকে সিলেট জেলার ১০০ ইউনিয়নে সমসংখ্যক কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিকার সঙ্কট কাটিয়ে ওঠেছে বাংলাদেশ: ড. মোমেন

আপডেট সময় : ০৯:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

বাংলাদেশে এখন আর টিকার সংকট নেই। সরকারের হাতে টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের সব নাগরিক পর্যায়ক্রমে করোনা টিকা পাবেন। শনিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেটের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন

ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত এসব তথ্য জানানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভ্যাকসিনেশন ক্যাম্পেইনকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে ড. মোমেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা নিতে হবে। ড. মোমেন বলেন, দেশের সকল নাগরিক কোভিড-১৯ টিকা পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকারের হাতেও পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ

রয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকার সংগ্রহ করছে। সামনে আরও প্রচুর টিকা আসছে।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সবাই কেন্দ্রে টিকাগ্রহণ করবেন। টিকা নিতে এসে যেন অসচেতনতাবশত করোনা সংক্রমণের কবলে কেউ না পড়েন।

তিনি জানান, প্রত্যেক কেন্দ্রে কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি কাউন্সিলররাও ক্যাম্পেইন পর্যবেক্ষণ করছেন। এই ক্যাম্পেইন সফল করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন মেয়র। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, নগরীর ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন টিকা কার্যক্রম চলবে। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেওয়া হবে।

রবিবার ও সোমবার প্রতিটি কেন্দ্রে ২০০ জন করে টিকা দেওয়া হবে। সিসিকের এই কার্যক্রমে ১৬২জন কর্মী যুক্ত রয়েছে।

সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ,

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর

আজিজুর রহমান, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল উপস্থিত ছিলেন।

এ দিকে সিলেট জেলার ১০০ ইউনিয়নে সমসংখ্যক কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।