কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে ঝরলো ৬ প্রাণ
- আপডেট সময় : ১০:১৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ২২৫ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
সাজ সকালেই পথদুর্ঘটনায় প্রাণ হারান ৬ প্রাণ। সোমবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কার্ভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে এই প্রাণহানীর ঘটনা। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টা নাগাদ সিলেটগামী একটি
কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ ৪জন এবং সদর হাসপাতালে নেওয়ার পর অপর দুই জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দু’জন নারী এবং চারজন পুরুষ।
শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. কবীর হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে অলিপুরের দিকে যাচ্ছিলো আটোরিকশাটি। নছরতপুর রেল গেটের কাছে অটোরিকশা চালক একটি ট্রাককে
ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটনাস্থলেই মারা যান চালকসহ ৪ পুরুষ ও ২ নারী।
মৃতব্যক্তিরা হচ্ছে, অটোরিকশা চালক চুনারুঘাট উপজেলার সাকির মোহাম্মদ ইউনিয়নের ফান্ডাইল গ্রামের আহাদ মিয়া (৩০), তার স্ত্রী হনুফা (২৫), একই গ্রামের সোহাগ মিয়া (২৮), স্বপন
মিয়া (২৫), একই উপজেলার শ্রীবাউর গ্রামের রাহেলা (৩০), আলমগীর মিয়া (২৮)। আহত রাজিয়াকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।






















