করোনার অবনতি হলে ফের লকডাউন
- আপডেট সময় : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১ ২৯০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
করোনায় একদিনে মৃত্যু কমে ২১৫, শনাক্ত ১০ হাজার ১২৬
টানা ১৯দিন লকডাউনের পর বুধবার থেকে অনলক হলো বাংলাদেশ। অফিস-আদালত, দোকানপাট, মার্কেট, শপিংমল, সকল ধরণের গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ১৫ ১৬ আগস্ট থেকে তুলে নেওয়া হবে সীমান্ত বন্ধের নিষেধাজ্ঞা।
এদিন থেকেই ভারতীয় হাইকমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। চিকিৎসা, ব্যবসা, শিক্ষাসহ সকল ভিসা দেওয়া শুরু হলেও ভ্রমণ ভিসা বন্ধই থাকছে। করোনার পরিস্থিতি আরও উন্নত হলেই আলোচনা সাপেক্ষে ভ্রমণ ভিসা উন্মুক্ত হবে।
এদিকে অনলকের প্রথম দিনেই দোকান, মার্কেট, শপিং মলে ভিড় বাড়ছে। হোটেল রোঁস্তরায় স্বাভাবিক সময়ের মতোই চলছে খাওয়া দাওয়া। গণপরিবহনের দীর্ঘূ সারি। ঘন্টার ঘন্টা যানজটে আটকে থাকার অভ্যাস ঢাকার বাসিন্দাদের কাছে পরিচিত দৃশ্য।
রাস্তাঘাটের অবস্থা দেখে মনেই হয়নি বাংরাদেশের করোনার ডেল্টা ধরণের মরণকামড় চলছে। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১২৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১৫ জনের। এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩। এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্ত
সংখ্যা ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে। এখনও একদিনে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।
করোনা পরীক্ষার জন্য দীর্ঘ লাইন
মানুষের ফ্রি স্টাইল চলাফেরায় মনে হয়েছে, দেশে করোনার বলতে কিছু নেই। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নিম্নমুখী হওয়ায় মানুষের মধ্যে বেপরোয়া ভাবে চলাচলের অভ্যাসটা সঙ্গী হয়েছে।
এ অবস্থায় বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে ফের লকডাউনের পথে হাটবে দেশ।
তিনি এও বলেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির আরও অবনতি ঘটলে আবারও লকডাউন দেওয়া হবে।
এদিন জারি করা প্রজ্ঞাপন বলা হয়েছে ১৯ আগস্ট থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে চালু হবে সকল প্রকার গণপরিবহন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।




















