ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

৪০ কুমিরের হামলায়  নিহত খামার মালিক  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঘটনাটা কম্বোডিয়ার সিয়েম রিপ শহরের কাছে।  এই খামারেই কুমিরের আক্রমণে নিহত হয়েছেন খামারমালিক লুয়ান ন্যাম। কম্বোডিয়ার উত্তরাঞ্চলের বাসিন্দা তিনি।

নিজের প্রতিষ্ঠিত  খামারে  খামারের  ৪০টি কুমির একযোগে হামলা করে ৭২ বছরের  লুয়ানকে।  স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার কম্বোডিয়ার সিয়েম রিপ শহরের কাছে এ ঘটনা।

পুলিশ প্রধান মেয় সাভরি সংবাদমাধ্যমকে  বলেন, লুয়ান খামারের ডিমপাড়া একটি কুমিরকে লাঠি দিয়ে খাঁচা থেকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় কুমিরটি লাঠিটি কামড়ে ধরে। হ্যাঁচকা টানে ভারসাম্য হারিয়ে লুয়ান নিচে পড়ে যান। খামারে থাকা ৪০টি কুমির একসঙ্গে লুয়ানের ওপর হামলে পড়ে।

লুয়ানকে খামার থেকে উদ্ধারের পর তার শরীরে কামড়ের চিহ্ন পাওয়া গেছে। তার শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হাতটি পাওয়া যায়নি।

নিহত লুয়ান স্থানীয় কুমির খামারি সমিতির সভাপতি ছিলেন। ২০১৯ সালে বিশ্ববিখ্যাত মন্দির অ্যাঙ্কর ওয়াটের কাছের এই অঞ্চলের আরেকটি খামারে দুই বছরের এক মেয়ে শিশুকে কুমির খেয়ে ফেলেছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডিম, চামড়া ও মাংসের জন্য কুমির খামারে লালন-পালন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪০ কুমিরের হামলায়  নিহত খামার মালিক  

আপডেট সময় : ১০:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

অনলাইন ডেস্ক

ঘটনাটা কম্বোডিয়ার সিয়েম রিপ শহরের কাছে।  এই খামারেই কুমিরের আক্রমণে নিহত হয়েছেন খামারমালিক লুয়ান ন্যাম। কম্বোডিয়ার উত্তরাঞ্চলের বাসিন্দা তিনি।

নিজের প্রতিষ্ঠিত  খামারে  খামারের  ৪০টি কুমির একযোগে হামলা করে ৭২ বছরের  লুয়ানকে।  স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার কম্বোডিয়ার সিয়েম রিপ শহরের কাছে এ ঘটনা।

পুলিশ প্রধান মেয় সাভরি সংবাদমাধ্যমকে  বলেন, লুয়ান খামারের ডিমপাড়া একটি কুমিরকে লাঠি দিয়ে খাঁচা থেকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় কুমিরটি লাঠিটি কামড়ে ধরে। হ্যাঁচকা টানে ভারসাম্য হারিয়ে লুয়ান নিচে পড়ে যান। খামারে থাকা ৪০টি কুমির একসঙ্গে লুয়ানের ওপর হামলে পড়ে।

লুয়ানকে খামার থেকে উদ্ধারের পর তার শরীরে কামড়ের চিহ্ন পাওয়া গেছে। তার শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হাতটি পাওয়া যায়নি।

নিহত লুয়ান স্থানীয় কুমির খামারি সমিতির সভাপতি ছিলেন। ২০১৯ সালে বিশ্ববিখ্যাত মন্দির অ্যাঙ্কর ওয়াটের কাছের এই অঞ্চলের আরেকটি খামারে দুই বছরের এক মেয়ে শিশুকে কুমির খেয়ে ফেলেছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডিম, চামড়া ও মাংসের জন্য কুমির খামারে লালন-পালন করা হয়।