ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৩ বিদেশি নিরীক্ষক নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার পাচার হওয়ার ঘটনা তদন্তে বিশ্বের বৃহৎ ইওয়াই, ডেলয়েট ও কেপিএমজি নামক তিনটি নিরীক্ষক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

দেশের কোনো ব্যাংকের নিরীক্ষায় বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সুযোগ তৈরির মাস খানেকের মধ্যে এই তিন বিদেশি নিরীক্ষক কোম্পানি কাজ শুরু করেছে। যেগুলোকে ব্যাংক ডাকাতি তদন্তে দায়িত্ব দেওয়ার কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

লন্ডনভিত্তিক নিরীক্ষক কোম্পানি তিনটি এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর বলেন, আত্মসাৎ হওয়া অর্থ শনাক্ত ও তা পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ১১টি যৌথ তদন্ত টিমও গঠন করেছে।

গভর্নর বলেন, ঋণের কতটা খেলাপি হয়েছে, কতটা হয়নি, কে এসব ঋণ নিয়েছে, এসব আমরা এখন বের করব। একই সঙ্গে একটা ‘ফরেনসিক’ প্রতিবেদনও তৈরি করব আমরা।

লোপাট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের সন্ধান ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট ১১টি যৌথ তদন্ত কাজ করবে। অপরাধীদের বিচারের আওতায় আনতে চায় বাংলাদেশ।

দেশের ১০টি বৃহৎ কোম্পানি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স ইওয়াই ও ডেলয়টের সঙ্গে যোগাযোগ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩ বিদেশি নিরীক্ষক নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের

আপডেট সময় : ০৯:২০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

 

বাংলাদেশের ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার পাচার হওয়ার ঘটনা তদন্তে বিশ্বের বৃহৎ ইওয়াই, ডেলয়েট ও কেপিএমজি নামক তিনটি নিরীক্ষক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

দেশের কোনো ব্যাংকের নিরীক্ষায় বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সুযোগ তৈরির মাস খানেকের মধ্যে এই তিন বিদেশি নিরীক্ষক কোম্পানি কাজ শুরু করেছে। যেগুলোকে ব্যাংক ডাকাতি তদন্তে দায়িত্ব দেওয়ার কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

লন্ডনভিত্তিক নিরীক্ষক কোম্পানি তিনটি এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর বলেন, আত্মসাৎ হওয়া অর্থ শনাক্ত ও তা পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ১১টি যৌথ তদন্ত টিমও গঠন করেছে।

গভর্নর বলেন, ঋণের কতটা খেলাপি হয়েছে, কতটা হয়নি, কে এসব ঋণ নিয়েছে, এসব আমরা এখন বের করব। একই সঙ্গে একটা ‘ফরেনসিক’ প্রতিবেদনও তৈরি করব আমরা।

লোপাট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের সন্ধান ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট ১১টি যৌথ তদন্ত কাজ করবে। অপরাধীদের বিচারের আওতায় আনতে চায় বাংলাদেশ।

দেশের ১০টি বৃহৎ কোম্পানি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স ইওয়াই ও ডেলয়টের সঙ্গে যোগাযোগ করেছে।