২৯৭ কোটি টাকা আত্মসাত, আতিউর-বারাকাতের বিরুদ্ধে দুদকের মামলা

- আপডেট সময় : ১০:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্বে থাকা আতিউর রহমান ও আবুল বারাকাতকে এ প্রথম কোনো দুর্নীতির মামলায় আসামি করা হল।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১ এ মামলাটি করা হয়েছে বলে তথ্য দিয়েছেন সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন।
জমি অতিমূল্যায়ন করে ঋণ জালিয়াতির অভিযোগে করা এই মামলায় বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের তৎকালীন আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করার তথ্য জানায় দুদক।
এজাহারে ঘটনার সময়কাল হিসেবে দেখানো হয়েছে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের তথ্যের বরাতে মামলার এজাহারে বলা হয়েছে, অ্যাননটেক্স গ্রুপের কর্ণধার ইউনুছ বাদল একাই। তার মূল ব্যবসা বস্ত্র উৎপাদন ও পোশাক রপ্তানি। ২০০৪ সাল থেকে জনতা ব্যাংকের শান্তিনগর শাখায় প্রথম ব্যাংকিং সুবিধা গ্রহণ করে অ্যাননটেক্স গ্রুপের জুভেনিল সোয়েটার।