২৮৯ জন চালকের মধ্যে ১৬৪ জনেরই চক্ষু সমস্যা
- আপডেট সময় : ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, ঢাকাসহ সারা দেশে বিভিন্ন
বাসটার্মিনাল ও বিআরটিএ’র পেশাদার চালকদের প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষার
আয়োজন করা হয়। তাতে দেখা গেছে, অধিকাংশ চালক উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন। অনেক চালকের চোখের
কন্ট্রাক্ট সমস্যাও পাওয়া গেছে। ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।
‘২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস’ সামনে রেখে
নগরীর বিআরটিএ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ‘বেশির ভাগ বাসচালক চোখের সমস্যা ও উচ্চ রক্তচাপে ভুগছে’ বলে জানান।
তিনি বলেন, ২৪৯ জন চালকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ সমস্যা পাওয়া যায় ৪৭ জনের। ব্লাড সুগার রয়েছে এমন চালকের
সংখ্যা ৬৯ জনের এবং ধূমপানজনিত সমস্যা রয়েছে ১০৯ জনের।
২৮৯ জন চালকের চক্ষু পরীক্ষায় চোখের ভিশন সমস্যা পাওয়া গিয়েছে ১৬৪ জনের, অন্যান্য চোখের সমস্যা পাওয়া যায় ৫৯ জনের
ও চোখের কন্ট্রাক্ট সমস্যা পাওয়া যায় ৮ জনের।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, দেশের সড়কে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন রয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নুর মোহাম্মদ মজুমদার বলেন, আমাদের এনফোর্সমেন্ট দুর্বলতা আছে। কারণ বিআরটিএর পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নেই। তাহলে
কীভাবে আমরা এনফোর্সমেন্ট নিশ্চিত করব। শুধু রাজধানী ঢাকার যানবাহন নিয়ন্ত্রণের জন্য অন্তত ১০০ জন ম্যাজিস্ট্রেট
দরকার। কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট আছে ৫-৬ জন। এমন প্রেক্ষাপটে সামজিক আন্দোলন গড়ে না তুললে সড়কে নিরাপত্তা
নিশ্চিত করা কঠিন। তিনি আরও বলেন, আগামী ২২ অক্টোবর ২০২৩ জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে জেলা ও
উপজেলায় বিআরটিএ কর্তৃক নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।ধধ