২৭ মার্চ ঢাকায় হাসিনা-মোদি বৈঠক

- আপডেট সময় : ০৬:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট, ঢাকা
মুজিববর্ষ, বাংলাদেশের স্বাধীনতার বর্ণজয়ন্তী এবং ভারতের সঙ্গে কূটনীতির ৫০ বছর পালন উপলক্ষে ২৬ মার্চ দু’দিনের সফরে ঢাকায় আসছেন বারতের প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ঢাকা থেকে শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেনের শুভযাত্রার সূচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। কর্মসূচি অনুযায়ী সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দির পরিদর্শন এবং সেখান থেকে টঙ্গীপাড়া জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তিনি।
ঢাকা সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৭ মার্চ একান্ত বৈঠক বসবেন বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা হবে বলেও জানান ড. মোমেন। সোমবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানিয়েছেন।
মোদির সফরে ভারতের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ এখনও আশাবাদী বলেও জানান মন্ত্রী। ড. মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যেগুলো আলোচনা হবে সেগুলো মোটামুটি ঠিক করা হয়ে গিয়েছে। ওইগুলো যাতে বলবৎ থাকে, প্রয়োগে যাতে অসুবিধা না হয়, সেসব হয়ত প্রধানমন্ত্রী তুলে ধরতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে।