ছবি বিদেশমন্ত্রক
করোনা সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ ২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সকল মানুষের জন্য টিকা নিশ্চিতে সরকারের অব্যাহত চেষ্টার কোন ঘাটতি নেই।
শনিবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে মতবিনিময় সভায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে আগামী বছর পর্যন্ত দেশে পৌছাবে। এসব ভ্যাকসিনে দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে।
চীন থেকে চলতি সপ্তাহেই সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এ পর্যন্ত ১ কোটি ২০ লাখের মতো মানুষ ভ্যাকসিন নিয়েছেন।