২০ ফুট লম্বা বিশালকৃতির অজগর লোকালয়ে

- আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
একটি বড় আকারের ছাগলকে পেছিয়ে ধরেছিলো। ছাগলটি খুঁজতে গিয়ে অজগরটি দেখে চিৎকার শুরু করেন মরিয়ম। তার চিৎকারে আশাপাশের মানুষ জড়ো হয়ে অজগরের পেছিয়ে ধরা ছাগলটি উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনা শুক্রবারের। স্থান সুন্দরবন সংলগ্ন শরণখোলার সোনাতলা গ্রাম। এখান থেকে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিটিআরটি টিমের সদস্যরা ২০ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেন। বন বিভাগের অনুমতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সিপিজি টিম লিডার মো. খলিলুর রহমান জানান, গ্রামের মরিয়ম বেগম দুপুরে তার একটি ছাগল খুঁজতে গিয়ে স্থানীয় মালেকের বাড়ির বাগানে বিশাল অজগরটিকে দেখতে পান। সাপটি ছাগলটিকে পেঁচিয়ে ধরেছিল। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সাপটি ছাগলটি ছেড়ে দিয়ে পাশের ঝোপে আশ্রয় নেয়।
উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ৫৫ কেজি। হঠাৎ বিলাকৃতির অজগর সাপ লোকালয়ে দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।