ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২০৫ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যুতে জিরো টলারেন্স নীতির পথে হাটছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের বিষয়ে খুবই কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন-এমন মন্তব্য করে অবৈধ অভিবাসীদের সতর্ক করেছেন ভারতে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র।

মঙ্গলবার একদল ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএনআই-কে ভারতে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে সীমান্ত নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি শুরু করছে। অভিবাসন আইন কঠোর হয়েছে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। এসব পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দেয়, তা হলো, অবৈধ অভিবাসনের ঝুঁকি নেয়া অনর্থক।

মার্কিন দূতাবাসের এমন বার্তার মধ্যেই অনুপ্রবেশের দায়ে ২০৫ জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পঠিয়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাস থেকে সামরিক উড়োজাহাজে করে তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ডিপোর্ট করল যুক্তরাষ্ট্র। এরপর আরও বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ২৫ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। যা সংখ্যার দিক থেকে মেক্সিকো এবং এল সালভাদোরের পরে অননুমোদিত অভিবাসীদের মধ্যে তৃতীয় বৃহত্তম ভারত।

এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ক’দিন আগেই কলম্বিয়াসহ বেশ কিছু দেশে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০৫ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৮:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যুতে জিরো টলারেন্স নীতির পথে হাটছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের বিষয়ে খুবই কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন-এমন মন্তব্য করে অবৈধ অভিবাসীদের সতর্ক করেছেন ভারতে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র।

মঙ্গলবার একদল ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএনআই-কে ভারতে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে সীমান্ত নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি শুরু করছে। অভিবাসন আইন কঠোর হয়েছে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। এসব পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দেয়, তা হলো, অবৈধ অভিবাসনের ঝুঁকি নেয়া অনর্থক।

মার্কিন দূতাবাসের এমন বার্তার মধ্যেই অনুপ্রবেশের দায়ে ২০৫ জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পঠিয়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাস থেকে সামরিক উড়োজাহাজে করে তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ডিপোর্ট করল যুক্তরাষ্ট্র। এরপর আরও বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ২৫ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। যা সংখ্যার দিক থেকে মেক্সিকো এবং এল সালভাদোরের পরে অননুমোদিত অভিবাসীদের মধ্যে তৃতীয় বৃহত্তম ভারত।

এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ক’দিন আগেই কলম্বিয়াসহ বেশ কিছু দেশে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন।