হ্যাট্রিক জয়ের নজির গড়ে সিরিজ আনলো বাংলাদেশের মেয়েরা
- আপডেট সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার উইকেট পতনের পর বাংলাদেশের ফিল্ডারদের উল্লাস ছবি: বিসিবি
ভয়েস ডিজিটাল ডেস্ক
দারুণ বোলিংয়ে নিজেদের মেলে ধরলেন বাংলার মেয়েরা। লালসবুজের জার্জির শক্তি ছড়িয়ে দিলেন, রিতু মনি ও নাহিদা আক্তার। সিরিজে প্রথমবার সুযোগ পেয়ে আলো ছড়ালেন রাবেয়া খানও। বাকিটা সহজেই সারলেন ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে সহজেই হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং নারী দল। এটাই বাংলাদেশের নারী ক্রিকেট দলের গল্প।
বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতেও সাক্ষী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কারণ, এখানেইতো ইতিহাস হাসলো। ৯৩ রানের লক্ষ্য নিয়ে চলা স্বাগতিকদের জয় ৬ উইকেটে। তাও আবার ১৩২ বল বাকি থাকতেই। আর হিসেব করা হয়েছে এভাবে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে।
রুমানা, সালমা, ফারজানাসহ খেলছেন নিয়মিত খেলোয়াড়দের বেশিরভাগই। তৃতীয় ম্যাচে খেলা দলটির সবারই রয়েছে আন্তর্জাতিক ম্যাচর খেলার অভিজ্ঞতা।
প্রতিপক্ষকে একশর নিচে আটকে রাখতে আগের ম্যাচের মতো আবারও ৩টি করে উইকেট নেন রিতু ও নাহিদা। রাবেয়ারও প্রাপ্তি ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলকে টানতে পারেননি কেউ। গড়ে তুলতে পারেননি তেমন কোনো জুটি। একটি জুটিও ছাড়াতে পারেনি ২৫।
২ চারে ৪৯ বলে সর্বোচ্চ ৩০ রান করেন আন্নেকে বোস। আর কেউ যেতে পারেননি বিশের ঘরে। অ্যান্ড্রি স্টেইন করেন ১৯। চারটি চারে ১৮ রান করেন রাবেয়ার বলে লতা মণ্ডলের হাতে ধরা পড়েন মিশেলা অ্যান্ড্রুস।
১৫ রানে ৩ উইকেট নেন রাবেয়া। ১০ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন নাহিদা। রিতু মনি ৩ উইকেট নেন ১৬ রানে।
দলকে এগিয়ে নেন মুর্শিদা খাতুন। জয় থেকে ৬ রান দূরে থাকতে ফেরার আগে ৭১ বলে ৭টি চারে ৪৬ রান করেন তিনি। চার মেরে দলকে জয়ের একেবারে চূড়ান্ত প্রান্তে নিয়ে যান লতা মন্ডল। একই মাঠে আগামী রবি ববার চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৩৩.৩ ওভারে ৯২ (স্টেইন ১৯, ডের্কসেন ২, সাঙ্গাস ১১, ফে ০, বোস ৩০, সিনালো ১, জোন্স ০, অ্যান্ড্রুস ১৮, ফিগুয়েইরেডো ০, বানেটি ১, উইন্সটার ৫*; সালমা ৯-২-১৬-০, রিতু ৭.৩-১-১৬-৩, নাহিদা ১০-৩-২৫-৩, লতা ১-০-৭-০, রাবেয়া ৪-০-১৫-৩, সানজিদা ২-০-১১-০) বাংলাদেশ ইমার্জিং নারী দল: (লক্ষ্য ৯৩) ২৮ ওভারে ৯৩/৪ (মুর্শিদা ৪৬, শারমিন ৩, নিগার ১৩, ফারজানা ১৬, রুমানা ২*, লতা ৬*; অ্যান্ড্রুস ৮-৩-২৩-১, ফিগুয়েইরেডো ৩-১-১২-০, উইন্সটার ৫-০-১৭-১, বানেটি ৪-০-১১-০, সাঙ্গাস ৭-০-২৩-১, জোন্স ১-০-৫-১)
ফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ৬ উইকেটে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং নারী দল
ম্যান অব দা ম্যাচ: রাবেয়া খান।