হোটেল কক্ষে ঈদ সাকিব-মোস্তাফিজের

- আপডেট সময় : ১০:৩৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে
সাকিব-মোস্তাফিজ ছবি সংগ্রহ
হোটেল ঈদের দিন পার করলেন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল-হাসান এবং মোস্তাফিজুর রহমান। দুজনকেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মেনে চলতে হচ্ছে। ভারতে আইপিএল খেলা শেষে ফেরার পরই তাদের কোয়ারেন্টিনে চলে যেতে হয়। ২১ মে শেষ হবে। এর পর পরীক্ষায় নেগেটিভ আসলে বাড়ি ফেরার ছাড়পত্র।
অবশ্য দেশে ফেরার পর দু’বারের করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় ১৮ মে থেকে শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারবেন সাকিব-মোস্তাফিজ।

একই উড়োজাহাজে ফেরেন সাকিব-মোস্তাফিজ ছবি সংগ্রহ
করোনার এবারে কেড়ে নিয়েছে তাদের ঈদ আনন্দ। পরিবার থেকে বিচ্ছিন্নই থাকতে হলো। মোস্তাফিজের জন্য বিষয়টি সহজ নয়। পরিবারের সঙ্গে ঈদ না করার কষ্টের কথাটা বলতে কয়েক শব্দের বেশি ব্যবহার করেননি তিনি, মন তো খারাপ হবেই। কষ্টও লাগবে। টিভি দেখা আর হালকা ব্যায়াম করেই সময় কাটছে তাদের।