হাঠৎ মাঠে অসুস্থ হয়ে পড়া তামিমের হার্টে রিং পরানোর হয়েছে

- আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
মাঠে হাঠৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়েছে। এরপর রিং পরানোর শেষে বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনারকে রাখা হয়েছে সাভারে একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।
হাসপাতালে উপস্থিত ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ রেফারি দেবব্রত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তামিম ইকবালের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে একটা ব্লক ধরা পড়েছে। রিং পরানো হয়েছে। আপাতত সিসিইউতে রাখা হয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।
পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, মাঠ থেকে আসার পথে টানা ২০ মিনিট সিপিআর দেওয়া হয় তামিমকে। হাসপাতালে আনার পর পরীক্ষায় একটি ব্লক ধরা পড়ে।
সেটায় শতভাগ ব্লক থাকায় একটি রিং পরানো হয়েছে। সকালের চেয়ে তুলনামূলক ভালো আছেন তিনি, এই মুহূর্তে ২৪ ঘণ্টার জন্য তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।