ছবি: সংগৃহীত
কমনমুনা পরীক্ষায় শনাক্তর সংখ্যাও কম। তারপরও আশার কথা হচ্ছে, প্রায় মাস দুয়েক পর হাজারের নিচে নামলো। এসময়ে শনাক্ত সংখ্যা ৮৪৮ জন। এর আগে গত ৮ মার্চ শনাক্তর সংখ্যা ছিলো ৮৪৫জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ১০২ জনের। শুক্রবার এতথ্য জানায় বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর।
আর গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৫২ জন। যা নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫৬৭ জনের নমুনা সংগ্রহের সঙ্গে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৩৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।
এসময়ে মৃতের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা যান। এদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন। এছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা যান।