সড়ক, ট্রেন ও নৌপথে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ

- আপডেট সময় : ০২:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
ঈদের আর মাত্র দু’দিন বাকী। নাড়ির টানে ছুটছে মানুষ। এবারে দীর্ঘ ছুটির কারণে অনেকেই ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার অফিস শেষে ঘরমুখো মানুষের ভিড় ছিলো বেশি।
শনিবার কমলাপুর স্টেশন থেকে প্রতিটি ট্রেনই যথসময়ে ছেড়ে গেছে। সিডিল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।
কামরায় জায়গা নেই। বাড়ি ফিরতেই হবে। ট্রেনের ছাদই ভরসা। ছাদে ভ্রমণ নিষেধ, কিন্তু ঈদের ঘরমুখো মানুষের চাপ। তাই ছাদে চড়ে হলেও গন্তব্যে পৌছাতে চান তারা। কমলাপুর স্টেশনে এমন চিত্র দেখা গেছে।
ঈদ এলে বাড়ি ফিরতে ট্রেনের ছাদে চড়ে বসেন অনেকেই। এভাবে ঝুঁকি নিয়ে আপনজনের কাছে ছুটে যান তারা। ট্রেনের ছাদে চড়ে ঝুঁকি নিয়ে ভ্রমণ করা যাবে না, রেলওয়ে কর্তৃপক্ষের এমন নিষেধাজ্ঞা থাকলেও প্রতিবছরেরই ঈদ যাত্রায় পাল্টে যায় চিত্রটা।
গত পাঁচ দিনের ঈদযাত্রায় অন্তত কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রীদের ছাদে উঠে ভ্রমণ করতে দেখা যায়নি। শুক্রবার কিছু ট্রেনে অল্পসংখ্যক যাত্রী ছাদে উঠে যাত্রার চেষ্টা করলেও রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নামিয়ে দেন।
যাত্রী চাপের মুখে শনিবার তা রক্ষা হয়নি। ট্রেন ছাদে শতাধিক যাত্রী নিয়ে কমলাপুর ছেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছাদে উঠে পড়া যাত্রীদের নিচে নামাতে চেষ্টার কমতি ছিল না।