ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশ : ঈদযাত্রায় রেলের শতভাগ টিকিট অনলাইনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

আসছে ঈদে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। প্রতি মিনিটে ৫ লাখ টিকিট বিক্রি সক্ষমতা রয়েছে রেলওয়ের। প্রতিবছর দুই ঈদে পাহাড়সম দখল সহ্য করতে হয় বাংলাদেশ রেলওয়েকে। রেলকে জনবান্ধব করে তুলেতে রেলপথ মন্ত্রকের সৃষ্টি করেন হাসিনা সরকার। এরই ফলসরূপ দীর্ঘ যাত্রায় এবারের ঈদ যাত্রায় শতভাগ অনলাইনে বিক্রির দূরন্ত সাহস দেখালো রেলপথ মন্ত্রক।

ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলপথ মন্ত্রক। এসময় কোন ট্রেনের ডে-অফ থাকবে না। ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল ট্রেন পরিচালনা করা হবে। ঈদের আগে পরে তিনদিন আন্তঃদেশীয় ট্রেন মৈত্রী ও মিতালী চলাচল বন্ধ থাকবে। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধন ট্রেন চলাচল করবে।

বুধবার রেলভবনে জনাকীর্ণ সাংবাদিক বৈঠকে এসে ৭ এপ্রিল থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ঘোষণা করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় তিনি বলেন, ডিজিটাল পদ্ধতি টিকিট বিক্রির ফলে কালোবাজারী রোধ হবে।

রেলপথ মন্ত্রী বলেন, ঈদে প্রতিবছরই যাত্রীদের টিকিট না পাওয়ার এন্তার অভিযোগ তোলা হয়। যাত্রী সেবা নিশ্চিত করতেই এবারের ঈদযাত্রায় রেলের শতভাগ টিকিট শুধু অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদকেন্দ্রিক রেলের কর্ম পরিকল্পনায় অংশ হিসাবে আগামী ৭ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু হবে।

এবারের ঈদ যাত্রা ঘিরে শতভাগ টিকিট অনলাইনে বিক্রিতে কোন সমস্যার মুখোমুখি হবে না নিশ্চিত করেন রেলওয়ের অনলাইনে টিকিট বিক্রি সেবা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ডিরেক্টর সঞ্জীব দেবনাথ।

বলেন, গত বছর আমরা বিছুটা সমস্যার মুখোমুখি হয়েছি। গেল ঈদের পর থেকে যে সময়টা পাওয়া গেছে, তাতে ঈদের গোটা টিকিট অনলাইনে বিক্রির মতো সাহস আমরা অর্জন করেছি। কোন সমস্যা হবে না, এ বিষয়ে আমরা নিশ্চিত।

ঢাকা থেকে প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনে যাত্রী পরিবহন করা হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ৭ এপ্রিল থেকে আগাম টিকিট বেচা শুরু হবে।

এদিন মিলবে ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল পাওয়া যাবে ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিলে ২০ এপ্রিলের টিকিট এবং ২১ এপ্রিলের টিকিট মিলবে ১১ এপ্রিল। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

একইভাবে ঈদের ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে ১৫ এপ্রিল থেকে। এদিন মিলবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিলে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল পাওয়া যাবে ৩০ এপ্রিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্মার্ট বাংলাদেশ : ঈদযাত্রায় রেলের শতভাগ টিকিট অনলাইনে

আপডেট সময় : ০৭:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

আসছে ঈদে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। প্রতি মিনিটে ৫ লাখ টিকিট বিক্রি সক্ষমতা রয়েছে রেলওয়ের। প্রতিবছর দুই ঈদে পাহাড়সম দখল সহ্য করতে হয় বাংলাদেশ রেলওয়েকে। রেলকে জনবান্ধব করে তুলেতে রেলপথ মন্ত্রকের সৃষ্টি করেন হাসিনা সরকার। এরই ফলসরূপ দীর্ঘ যাত্রায় এবারের ঈদ যাত্রায় শতভাগ অনলাইনে বিক্রির দূরন্ত সাহস দেখালো রেলপথ মন্ত্রক।

ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলপথ মন্ত্রক। এসময় কোন ট্রেনের ডে-অফ থাকবে না। ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল ট্রেন পরিচালনা করা হবে। ঈদের আগে পরে তিনদিন আন্তঃদেশীয় ট্রেন মৈত্রী ও মিতালী চলাচল বন্ধ থাকবে। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধন ট্রেন চলাচল করবে।

বুধবার রেলভবনে জনাকীর্ণ সাংবাদিক বৈঠকে এসে ৭ এপ্রিল থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ঘোষণা করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় তিনি বলেন, ডিজিটাল পদ্ধতি টিকিট বিক্রির ফলে কালোবাজারী রোধ হবে।

রেলপথ মন্ত্রী বলেন, ঈদে প্রতিবছরই যাত্রীদের টিকিট না পাওয়ার এন্তার অভিযোগ তোলা হয়। যাত্রী সেবা নিশ্চিত করতেই এবারের ঈদযাত্রায় রেলের শতভাগ টিকিট শুধু অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদকেন্দ্রিক রেলের কর্ম পরিকল্পনায় অংশ হিসাবে আগামী ৭ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু হবে।

এবারের ঈদ যাত্রা ঘিরে শতভাগ টিকিট অনলাইনে বিক্রিতে কোন সমস্যার মুখোমুখি হবে না নিশ্চিত করেন রেলওয়ের অনলাইনে টিকিট বিক্রি সেবা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ডিরেক্টর সঞ্জীব দেবনাথ।

বলেন, গত বছর আমরা বিছুটা সমস্যার মুখোমুখি হয়েছি। গেল ঈদের পর থেকে যে সময়টা পাওয়া গেছে, তাতে ঈদের গোটা টিকিট অনলাইনে বিক্রির মতো সাহস আমরা অর্জন করেছি। কোন সমস্যা হবে না, এ বিষয়ে আমরা নিশ্চিত।

ঢাকা থেকে প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনে যাত্রী পরিবহন করা হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল থেকে। ৭ এপ্রিল থেকে আগাম টিকিট বেচা শুরু হবে।

এদিন মিলবে ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল পাওয়া যাবে ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিলে ২০ এপ্রিলের টিকিট এবং ২১ এপ্রিলের টিকিট মিলবে ১১ এপ্রিল। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

একইভাবে ঈদের ফিরতি যাত্রার টিকিট পাওয়া যাবে ১৫ এপ্রিল থেকে। এদিন মিলবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিলে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল পাওয়া যাবে ৩০ এপ্রিল।