সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ বিজিবি’র

- আপডেট সময় : ০৮:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

‘আলপিন থেকে এলিফেন্ট’ সবই চোরাচালানের মাধ্যমে সীমান্ত গলিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করে। সীমান্তে উভয় দেশের চোরাকারবারের সঙ্গে যুক্ত পান্ডারা সক্রিয়।
এক সময় সীমান্তে ফ্রি স্টাইল চোরাচালান হতো। চোরাকারবারের পণ্যের সিংহভাগ আসতো ভারত থেকে আর বাংলাদেশ থেকে হাতে গোনা কিছু পণ্য যেতো ভারতে। এর মধ্যে ইলিশ, শিং মাছ, মাগুর, কৈ ইত্যাদি।
সাম্প্রতিক সময়ে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি খুবই সক্রিয়। প্রায় সময়ই বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করছে বিজিবি।
আটক পণ্যের মধ্যের চিনি, মদ, কম্বল, কাপড়, গরু-মহিষ, চকলেট, অস্ত্র, বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ইত্যাদি জব্দর পাশাপাশি অনুপ্রবেশকারী আটক হচ্ছে বিজিবির অভিযানে।
সীমান্তে অব্যাহত অভিযানের অংশ হিসাবে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারী, চিনি, গরু, মহিষ, ক্লপ জি ক্রিম, চকলেট, জিরা, শীতের কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ চোরাচালানী মালামাল জব্দ করে বিজিবি।
এসব পণ্য পরিবহনে ব্যবহৃত সিএনজি চালিত অটো এবং মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য পাঁচ কোটি বাইশ লক্ষ ষোল হাজার সাতশত টাকা।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।