সিম কার্ডের দিন শেষ, কথা চলবে সরাসরি ভয়েস কলে

- আপডেট সময় : ১১:৪২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
সিম কার্ডের দিন শেষ, কথা চলবে সরাসরি ভয়েস কলে। যারা ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করছেন, তারা ভয়েস ওভার ওয়াইফাই সেবায় আওতায় আসবেন। আর ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে সরাসরি ভয়েস কল করতে পারবেন।
এই সেবাটি চালু হলে সিমে নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে কল করা যাবে। সেবাটি চালু হলে কলড্রপের হার কমবে । এই প্রযুক্তি ব্যবহার করে কথা বলতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হবে, সরাসরি অর্থ ব্যয় হবে না।
অগ্রসর তথ্য-প্রযুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে সুবিধাটি চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
শহরের ঘনবসতিপূর্ণ এলাকা, উঁচু ভবন কিংবা ঘরের ভেতরে থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক বিড়ম্বনায় ভুগতে হচ্ছে গ্রাহকদের। তাতে কল কলড্রপ হয়।
এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই বা ভিও-ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। যার মাধ্যমে মূলত প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে।
ইতোমধ্যে ঢাকার বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) নেটওয়ার্কের মাধ্যমে ভিও-ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস অতন্ত স্পষ্ট হয়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সংবাদমাধ্যমকে জানাচ্ছে, তারা ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা।
সংস্থাটির সভাপতি এমদাদুল হক সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, অপারেটরদের বেনিফিট থাকলে তাদের এই উদ্যোগের সঙ্গে অবশ্যই থাকব।