সার্টিফিকেট পোড়ানো মুক্ত পেলেন ৩৫ হাজার টাকা বেতনের চাকরী

- আপডেট সময় : ০৭:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
চাকরী না পেয়ে হতাশায় ভুগছিলেন মুক্তা সুলতানা। অবশেষে ২৩ মে ফেসবুক লাইভে এসে নিজের স্নাতকোত্তরসহ ২৭ বছরের অর্জিত সকল একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন। বিষয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দৃষ্টিগোচর হলে মুক্তা সুলতানার সঙ্গে যোগাযোগ করে দপ্তরে ডেকে পাঠান।
এরপর প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। বেতন ৩৫ হাজার টাকা।
চাকরি পেয়ে মুক্তা আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে বলেন, একজন প্রতিমন্ত্রী ফেসবুক ভিডিও দেখে নাগরিকের ক্ষোভ-দুঃখ-হতাশা দূর করতে খুঁজে এনে ব্যক্তিগত উদ্যোগে চাকরির ব্যবস্থা করবেন, তা বিস্ময়ের বলে মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের মেধাবী তরুণ-তরুণীরা যেন হতাশাগ্রস্ত না হয় এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে সে জন্য আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সহায়তা দিচ্ছি।