সংবাদ শিরোনাম ::
সাগরিকা জামালীর ‘নন্দিতা পদ্মা’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
‘নন্দিতা পদ্মা’
বিস্তীর্ণ বালুচর দীর্ঘ পদ্মার বুকে
জয়ী মরণের মতন বেড়ে ওঠে !
তবুও নদী পদ্মা ভালবাসে ওই
উত্তপ্ত মরু সম বালুরাশিকে !!
তারই বুকের অতলান্তিক জল
শোষণ করেও চিক্ চিক্ করে
হাসে উত্তপ্ত বালুরাশির কনা !
মাতৃ পদ্মা ভুলে যায় তার
শোষিত বুকের গভীর যন্ত্রণা !
জল হারালেও প্রাপ্তি তো কম নয় !
সান্ত্বনার বুকে মুখ লুকায় সে !
প্রতিদিন ভোর হয় গাঙচিল
আর বক্ শালিখের কলকাকলিতে-
ওদের কথায় দু:খ ভোলে পদ্মা ।
ঢেউ গুলি দোলে–পূর্ণিমায় প্লাবিত
বালুরাশির অপরুপ শুভ্রতা দেখে —
শীর্ণ হয়ে যাওয়া পদ্মা ছোট ছোট
ঢেউয়ের নি:শ্বাস বুকে নিয়ে
মরণজয়ী বালুরাশির সৌন্দর্যে
মুগ্ধ হতেই থাকে , শুধু হতেই থাকে !!