সাইবার হামলা রোধে যৌথভাবে কাজ করার তাগিদ প্রণয় ভার্মার
- আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইবার হামলা প্রতিরোধে বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করার তাগিদ দিলেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। তার মতে, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ঝুঁকি কমাতে আন্তঃযোগাযোগ বাড়িয়ে ই-গভর্নেন্স নিশ্চিতের বিকল্প নেই।
প্রণয় ভার্মা বলেন, বিশ্বব্যাপী সাইবার হামলা বেড়ে চলেছে। হামলা মোকাবিলায় বাংলাদেশ-ভারতকে যৌথভাবে কাজ করার আহবান রাখেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সাইবার মৈত্রী ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন ভার্মা।
হাই কমিশন বলেন, গেলো দুই দশকে প্রযুক্তি খাতে বেশ এগিয়েছে বাংলাদেশ। এগুলোতে ঝুঁকিও কম নয়। প্রযুক্তির নিত্য নতুন পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ যাতে খাপ খাওয়াতে পারে সেজন্য ভারত সব রকম সহায়তা করবে।
এরই মধ্যে হাইটেক পার্ক, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ নিশ্চিতসহ দুই দেশ যৌথভাবে বেশ কিছু কাজ শুরু করেছে বলে জানান হাই কমিশনার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শুধু দুই প্রতিবেশী দেশ নয়, গোটা বিশ্বের সাইবার জগতকে নিরাপদ রাখতে বাংলাদেশ ও ভারত এক সাথে কাজ করবে। আমরা যেভাবে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল করেছি তেমনিভাবে সাইবার হামলা ও হুমকি মোকাবেলা করে সাইবার জগতকে নিরাপদ রাখব।
জুনাইদ আহমেদ পলক বলেন, এ মাসে বাংলাদেশ-ভারত ডিজিটাল এমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টার চালু হবে ভারতের উদ্যাগে। এর পাশাপাশি সারাদেশে ৬৪টি প্রযুক্তি খাত বিষয়ক ট্রেনিং সেন্টার করা হবে। যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ক শিক্ষা হাতে-কলমে শিখতে পারবে।