সংবাদ শিরোনাম ::
সঙ্গীতার কবিতা : মাঝরাতে শেষ ট্রেন!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
“‘সপ্তর্ষি’ দেখেছিস কখনও?ওই দেখ্”…….
হাসতে হাসতে ‘সপ্তর্ষি’কে ভাসিয়ে নিলো মেঘ এক।
“আমার চোখে পাওয়ার অনেক,দৃষ্টি নেই।”
উল্লাসে তাও হাসতে পারি একটুখানি সৃষ্টিতেই।
“আচ্ছা,কতো রকম পাখির ডাক!ওই,শোন্”…..
বধির হলে পাখির গানও শুনতে চাওয়া,জানিস বারণ।
আমার কানে শুধুই আসে বেহালা বাজায় ‘নীরো’
শীতভোরে তাই শুনছি শব্দ অকাল বৃষ্টিরও।
“দূরে দাবানল জ্বলছে,শিখে নে আগুনখেলা।”
বলতো,”এমন কেন উঠলো জেগে নিভন্ত অবহেলা!”
জ্বলতে থাকা মানেই আমি মানছি না তো দহন
পুড়তে পুড়তেই শব্দ জন্মে বলতে পারিস,’সহন’।
“কেমন করে ছুটছে দেখিস,মাঝরাতে শেষ ট্রেন!”
আমার চোখে মৃদু হাসি,”আমিই কি আর বনলতা সেন?”
হাওয়ার বেগে ছুটছে ট্রেন,ভীষণ সে উদভ্রান্ত
ছাঁটলে ডানা সকল পাখি হয় না জানিস শ্রান্ত!