ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

সুধা সদনে আগুন ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের ১০ নম্বর বাড়ির পর এবার ধানমন্ডি ৫/এ এলাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে বুধবার রাতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত সাড়ে ১১টা নাগাদ সংবাদমাধ্যমকে এ খবর দেয় ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম।

আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হলেও সড়কে অবস্থান নেওয়া জনতার বাধার কারণে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের ইউনিট।

এর আগে রাত পৌনে ৯টার দিকে ৩২ নম্বরের বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১১টার পরেও সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তেজনার ধারাবাহিকতায় ধানমন্ডির বাড়ি দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়িতে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতেই থাকতেন শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়।

মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণা করে বুধবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সেখানে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িটিতে। রাত ১১টা দিকে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন

আপডেট সময় : ১২:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের ১০ নম্বর বাড়ির পর এবার ধানমন্ডি ৫/এ এলাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে বুধবার রাতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত সাড়ে ১১টা নাগাদ সংবাদমাধ্যমকে এ খবর দেয় ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম।

আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হলেও সড়কে অবস্থান নেওয়া জনতার বাধার কারণে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের ইউনিট।

এর আগে রাত পৌনে ৯টার দিকে ৩২ নম্বরের বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১১টার পরেও সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তেজনার ধারাবাহিকতায় ধানমন্ডির বাড়ি দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়িতে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতেই থাকতেন শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়।

মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণা করে বুধবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সেখানে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িটিতে। রাত ১১টা দিকে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়।