শেখ হাসিনাকে জো বাইডেনের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৬:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
আপনি বিশ্ববাসীর জন্য সহমর্মিতার নজির তৈরি করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণকে যুক্তরাষ্ট্রের জনগণের তরফে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শুভেচ্ছাবার্তায় বাইডেন বলেন, স্বাধীনতার মূল্য বাংলাদেশিরা ভাল বোঝে। কারণ, তারা নিজেদের ভাগ্য নির্ধারণে ১৯৭১ সালে বীরের বেশে লড়াই করেছে এবং নিজেদের ভাষায় কথা বলার জন্য লড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে এবং স্বৈরাচারকে জবাবদিহিতার আওতায় আনতে চায় তাঁর দেশ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জো বাইডেন বলেন, আপনি বিশ্ববাসীর সামনে চাক্ষুষ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট গণতন্ত্র, সাম্য, মানবাধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি শ্রদ্ধাবোধের ক্ষেত্রে উভয় দেশের ‘গভীর মূল্যবোধের’ কথা স্মরণ করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য বাংলাদেশ তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
২১ মার্চ পাঠানো শুভেচ্ছাবার্তা রবিবার ঢাকার মার্কিন দূতাবাস শেয়ার করে।