ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ উদ্যোগ একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর নির্বাচিত হলে ‘নবিজির ন্যায়ের’ ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের যে কারণে  সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী মাঠে নামলেন তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের নতুন অভিযাত্রা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এক দিনের মধ্যে চূড়ান্ত

শিবানী বিশ্বাস-কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১ ২৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বসন্তবৌরি কোকিল সংবাদ

 

ঝগড়া হলো একদিন,

কোকিল আর বসন্তবৌরিতে।

বসন্তবৌরি বলে, ‘আমিতো সুন্দরী;

আমার গোলাপী ঠোঁট।’

কোকিল বলে ,’গাইতে তো পারিসনা,

আমার মত এত সুমধুর সুর তোর কোথায়?

ওই গোলাপী ঠোঁট শুধুই বাহার।’

বসন্তবৌরি, ‘ শুধু ঠোঁট নয়,সারা শরীরে আমি সকলের মনবাহার ;

সব জনে পছন্দ করে আমারে;

তুই গান করিস

তবে, সে শুধুই বসন্ত এলে।

সারা বছর কোথায় থাকিস,

বসন্ত চলে গেলে?

তুই তো শুধু বসন্তেরই কোকিল।

আমি থাকি সারা বছর সুন্দর রূপে,

গোলাপী ঠোঁটে বসন্তবৌরি, সুন্দরী হয়ে!

তুইতো কালী; ধীক তোরে।’

কোকিল, ‘শুধু গায়ের রঙ দেখলি,

কালী আমি কালজয়ী সুরে,

ক’জন দেখে চেনে তোকে?

আমি আছি সকলের শ্রবনে,

আমি আছি হৃদয়ের তৃপ্তিদানে;

জেনে রাখ,

রূপে নয়,গুণে সবাই চেনে।’

বসন্তবৌরি বলে, ‘তোর কথা মানি,

ঈর্ষা নয়;আয় তবে বন্ধু হয়ে থাকি।’

কোকিল বলে: ‘ ঈর্ষা ছোট কাজ,

পছন্দ করিনে;

জগৎ চলে রূপে আর গুণে।

সকলের মূল্য আছে যার যার মতো করে।’

অভিমান ঘুচল দুজনের,

মিলে গেল দুজনেতে;

শুধালো বসন্তবৌরি কোকিলে সমাদরে,

‘তোর আছে মধুর তান,আর আমি সুন্দরী।

এই ধরণীতে দুজনে থাকি মিলেমিসে;

প্রিয় বন্ধুটি হয়ে!’

জার্সি সিটি

17/3/2021

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিবানী বিশ্বাস-কবিতা

আপডেট সময় : ১০:৪৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১

বসন্তবৌরি কোকিল সংবাদ

 

ঝগড়া হলো একদিন,

কোকিল আর বসন্তবৌরিতে।

বসন্তবৌরি বলে, ‘আমিতো সুন্দরী;

আমার গোলাপী ঠোঁট।’

কোকিল বলে ,’গাইতে তো পারিসনা,

আমার মত এত সুমধুর সুর তোর কোথায়?

ওই গোলাপী ঠোঁট শুধুই বাহার।’

বসন্তবৌরি, ‘ শুধু ঠোঁট নয়,সারা শরীরে আমি সকলের মনবাহার ;

সব জনে পছন্দ করে আমারে;

তুই গান করিস

তবে, সে শুধুই বসন্ত এলে।

সারা বছর কোথায় থাকিস,

বসন্ত চলে গেলে?

তুই তো শুধু বসন্তেরই কোকিল।

আমি থাকি সারা বছর সুন্দর রূপে,

গোলাপী ঠোঁটে বসন্তবৌরি, সুন্দরী হয়ে!

তুইতো কালী; ধীক তোরে।’

কোকিল, ‘শুধু গায়ের রঙ দেখলি,

কালী আমি কালজয়ী সুরে,

ক’জন দেখে চেনে তোকে?

আমি আছি সকলের শ্রবনে,

আমি আছি হৃদয়ের তৃপ্তিদানে;

জেনে রাখ,

রূপে নয়,গুণে সবাই চেনে।’

বসন্তবৌরি বলে, ‘তোর কথা মানি,

ঈর্ষা নয়;আয় তবে বন্ধু হয়ে থাকি।’

কোকিল বলে: ‘ ঈর্ষা ছোট কাজ,

পছন্দ করিনে;

জগৎ চলে রূপে আর গুণে।

সকলের মূল্য আছে যার যার মতো করে।’

অভিমান ঘুচল দুজনের,

মিলে গেল দুজনেতে;

শুধালো বসন্তবৌরি কোকিলে সমাদরে,

‘তোর আছে মধুর তান,আর আমি সুন্দরী।

এই ধরণীতে দুজনে থাকি মিলেমিসে;

প্রিয় বন্ধুটি হয়ে!’

জার্সি সিটি

17/3/2021