ঝগড়া হলো একদিন,
কোকিল আর বসন্তবৌরিতে।
বসন্তবৌরি বলে, ‘আমিতো সুন্দরী;
আমার গোলাপী ঠোঁট।’
কোকিল বলে ,’গাইতে তো পারিসনা,
আমার মত এত সুমধুর সুর তোর কোথায়?
ওই গোলাপী ঠোঁট শুধুই বাহার।’
বসন্তবৌরি, ‘ শুধু ঠোঁট নয়,সারা শরীরে আমি সকলের মনবাহার ;
সব জনে পছন্দ করে আমারে;
তুই গান করিস
তবে, সে শুধুই বসন্ত এলে।
সারা বছর কোথায় থাকিস,
বসন্ত চলে গেলে?
তুই তো শুধু বসন্তেরই কোকিল।
আমি থাকি সারা বছর সুন্দর রূপে,
গোলাপী ঠোঁটে বসন্তবৌরি, সুন্দরী হয়ে!
তুইতো কালী; ধীক তোরে।’
কোকিল, ‘শুধু গায়ের রঙ দেখলি,
কালী আমি কালজয়ী সুরে,
ক’জন দেখে চেনে তোকে?
আমি আছি সকলের শ্রবনে,
আমি আছি হৃদয়ের তৃপ্তিদানে;
জেনে রাখ,
রূপে নয়,গুণে সবাই চেনে।’
বসন্তবৌরি বলে, ‘তোর কথা মানি,
ঈর্ষা নয়;আয় তবে বন্ধু হয়ে থাকি।’
কোকিল বলে: ‘ ঈর্ষা ছোট কাজ,
পছন্দ করিনে;
জগৎ চলে রূপে আর গুণে।
সকলের মূল্য আছে যার যার মতো করে।’
অভিমান ঘুচল দুজনের,
মিলে গেল দুজনেতে;
শুধালো বসন্তবৌরি কোকিলে সমাদরে,
‘তোর আছে মধুর তান,আর আমি সুন্দরী।
এই ধরণীতে দুজনে থাকি মিলেমিসে;
প্রিয় বন্ধুটি হয়ে!’
জার্সি সিটি
17/3/2021