শসা-বেগুন কিছুটা নিম্নমুখী হলেও চোখ রাঙাচ্ছে লেবু-উচ্ছে

- আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
রমাজানের শুরুতেই হঠাৎ লেবুর দাম আকাশচুম্বি। সঙ্গী হয় শসা-বেগুনও। তবে রমজানের তিনদিনের মাথায় শসার দাম কিছুটা নিম্নমুখী হলেও লেবুর দাম চোখ রাঙাচ্ছে।
আর উচ্ছের কেজি ১৬০ টাকা।
মঙ্গলবার মাঝারি আকারের লেবু প্রতি হালি ৭০ টাকা, মসা-খিরা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
খুচরা দোকানীদের ভাষ্য হচ্ছে, চাহিদার তুলনায় আমদানি কম। পলে দাম চড়া।
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। মঙ্গলবার রমজানের ৩য় দিনে বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শর্তের কারণে বাজারে সরবরাহ স্বাভাবিক হচ্ছে না বলে বুচরা বিক্রিতাদের অভিযোগ। কোম্পানির কারসাজিতেই বাজারে সংকট তৈরি হয়েছে।
তবে অন্য সব সবজির দাম নাগালের মধ্যে থাকলেও লেবুর দাম আকাশচুম্বী। প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। যার পেছনে বরাবরের মত সরবরাহ সংকটকেই দুষছেন বিক্রেতারা।
দোকানীদের ভাষ্য বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় লেবুর উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে।
রজমান এলে অন্যান্য দেশে পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে।