ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনুদান পেতে আবেদনের সময় বাড়ল, অনুদানের প্রস্তাব সর্বোচ্চ এক লাখ টাকা ব্রিটিশ কাউন্সিল স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড, চারটি ক্যাটাগরিতে পুরস্কার, যুক্তরাজ্যে ভ্রমণের সুযোগ তাইওয়ানে পড়াশোনা: খণ্ডকালীন চাকরি ও স্কলারশিপের সুযোগ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা ছদ্মবেশে ভারতে পালাতে গিয়ে আটক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু বাংলাদেশে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার ডিম-মুরগির দাম বেঁধে দিল সরকার শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৯৩ জনের চাকরি পূজোয় ভারতে ইলিশ রপ্তানি বন্ধ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শরীরের গোপন তথ্য ফাঁস করে দেয় জিভ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

জিভের পরিবর্তিত রং নানা জটিল রোগের কারণ ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শরীরের গোপন কথা ফাঁস করে দেয় জিভ!

চিকিৎসা শাস্ত্রমতে, শরীরে কোনো সমস্যা দেখা দিলেই তা

আগাম জানান দিতে পারে জিভ

ভয়েস হেলথ ডেস্ক

হ্যাঁ। মানুষের শরীরের সবচেয়ে ছোট অঙ্গ জিভ। এটি আকারে ছোট হলেও শরীরের সব গোপন কথা বলে দিতে পারে। ভাবছেন কীভাবে? সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

চিকিৎসা শাস্ত্রমতে, শরীরে কোনো সমস্যা দেখা দিলেই তা আগাম জানান দিতে পারে জিভ। এ কার্যকারিতার কারণে জিভকে প্রাকৃতিক ডাক্তারও বলা হয়ে থাকে। তাই হাসপাতালে রোগের চিকিৎসা নিতে ছুটলে চিকিৎসক প্রথমেই জিভের দেখেথ নেন এবং রোগের ইঙ্গিতই বোঝার চেষ্টা করেন।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শরীরে নানা রোগ বাসা বাঁধলে রোগ অনুযায়ী জিভের রং পরিবর্তন হতে শুরু করে। জিভের স্বাভাবিক রং ধরা হয় লালচে গোলাপিকে। এ রংয়ে পরিবর্তন হওয়া মানেই শরীরে বাসা বেঁধেছে জটিল কোনো রোগ।

কি ভাবে জানা সম্ভব?

জিভের ওপর স্ট্রবেরির মতো লালচে কাঁটা কাঁটা কিছু ফুটে উঠলে তা সোরিয়াসিস মানে ত্বকের ডিসঅর্ডারের ইঙ্গিত দিচ্ছে।

জিভের ওপর সাদা বা হলুদ ক্রিমি লেয়ার পড়লে এর অর্থ দাঁড়ায় দুটি। প্রথমত নিয়মিত জিভ পরিষ্কার না করলে এমন হতে পারে। দুই, ব্যাক্টেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ কিংবা ডিহাইড্রেশনের সমস্যা হলেও জিভ সাদা বা হলুদ হয়ে থাকে।

জিভের বিভিন্ন রং বিভিন্ন রোগের ইঙ্গিত দেয় ছবি: সংগৃহীত

জিভ অতিমাত্রায় লাল ও মসৃণ হলে ভিটামিন বি ১২-র অভাবকে বোঝায়।

জিভে কালচে ভাব হওয়ার মানে চড়া অ্যান্টিবায়োটিকের প্রভাব। ধূমপান, ক্যাফিনজাতীয় পানীয় খেলেও জিভের ওপর কালচে আস্তরণ পড়ে।
শরীরে অক্সিজেনের অভাবের ইঙ্গিত দিতে জিভ স্বাভাবিক রং পরিবর্তন করে নীলচে বা বেগুনি রং ধারণ করে।

জিভের রং একেবারে ফ্যাকাশে হয়ে তাতে লাল এবং সাদা চাকা চাকা দাগ ও ব্যথাহীন ফুসকুড়ি হলে জিভ ভয়ংকর রোগের ইঙ্গিত দেয়। চিকিৎসকরা বলছেন, জিভের এমন পরিবর্তন অটোইমিউন রোগ ও ক্যানসারের ইঙ্গিত বহন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শরীরের গোপন তথ্য ফাঁস করে দেয় জিভ!

আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

 

শরীরের গোপন কথা ফাঁস করে দেয় জিভ!

চিকিৎসা শাস্ত্রমতে, শরীরে কোনো সমস্যা দেখা দিলেই তা

আগাম জানান দিতে পারে জিভ

ভয়েস হেলথ ডেস্ক

হ্যাঁ। মানুষের শরীরের সবচেয়ে ছোট অঙ্গ জিভ। এটি আকারে ছোট হলেও শরীরের সব গোপন কথা বলে দিতে পারে। ভাবছেন কীভাবে? সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

চিকিৎসা শাস্ত্রমতে, শরীরে কোনো সমস্যা দেখা দিলেই তা আগাম জানান দিতে পারে জিভ। এ কার্যকারিতার কারণে জিভকে প্রাকৃতিক ডাক্তারও বলা হয়ে থাকে। তাই হাসপাতালে রোগের চিকিৎসা নিতে ছুটলে চিকিৎসক প্রথমেই জিভের দেখেথ নেন এবং রোগের ইঙ্গিতই বোঝার চেষ্টা করেন।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শরীরে নানা রোগ বাসা বাঁধলে রোগ অনুযায়ী জিভের রং পরিবর্তন হতে শুরু করে। জিভের স্বাভাবিক রং ধরা হয় লালচে গোলাপিকে। এ রংয়ে পরিবর্তন হওয়া মানেই শরীরে বাসা বেঁধেছে জটিল কোনো রোগ।

কি ভাবে জানা সম্ভব?

জিভের ওপর স্ট্রবেরির মতো লালচে কাঁটা কাঁটা কিছু ফুটে উঠলে তা সোরিয়াসিস মানে ত্বকের ডিসঅর্ডারের ইঙ্গিত দিচ্ছে।

জিভের ওপর সাদা বা হলুদ ক্রিমি লেয়ার পড়লে এর অর্থ দাঁড়ায় দুটি। প্রথমত নিয়মিত জিভ পরিষ্কার না করলে এমন হতে পারে। দুই, ব্যাক্টেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ কিংবা ডিহাইড্রেশনের সমস্যা হলেও জিভ সাদা বা হলুদ হয়ে থাকে।

জিভের বিভিন্ন রং বিভিন্ন রোগের ইঙ্গিত দেয় ছবি: সংগৃহীত

জিভ অতিমাত্রায় লাল ও মসৃণ হলে ভিটামিন বি ১২-র অভাবকে বোঝায়।

জিভে কালচে ভাব হওয়ার মানে চড়া অ্যান্টিবায়োটিকের প্রভাব। ধূমপান, ক্যাফিনজাতীয় পানীয় খেলেও জিভের ওপর কালচে আস্তরণ পড়ে।
শরীরে অক্সিজেনের অভাবের ইঙ্গিত দিতে জিভ স্বাভাবিক রং পরিবর্তন করে নীলচে বা বেগুনি রং ধারণ করে।

জিভের রং একেবারে ফ্যাকাশে হয়ে তাতে লাল এবং সাদা চাকা চাকা দাগ ও ব্যথাহীন ফুসকুড়ি হলে জিভ ভয়ংকর রোগের ইঙ্গিত দেয়। চিকিৎসকরা বলছেন, জিভের এমন পরিবর্তন অটোইমিউন রোগ ও ক্যানসারের ইঙ্গিত বহন করে।