ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘শয়তান পাকড়াও’ অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে নিহত ২

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে চলছে ‘শয়তান পাকড়াও’ অভিযান তথা অপারেশন ডেভিল হান্ট। দেশের চলমান সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে এই অভিযান শুরু হয়েছে। বিশেষ করে, গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয়ে বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১২ দিনে ৬ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে ঢাকার মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যানে অভিযান চালায়। অভিযানকালে সন্ত্রাসীরা যৌথবাহিনীর ওপর গুলি বর্ষণ করে। এ সময় গুলিশয়ের ঘটনা ঘটে। তাতে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়।

আইএসপিআরের বিবৃতি

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে আইএসপিআরের বিবৃতিতে জানায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া পাঁচ ব্যক্তি
মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া পাঁচ ব্যক্তিছবি: আইএসপিআর

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার আইএসপিআরের বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠানো হয়। বিবৃতির শিরোনাম: মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর উপর গুলি, নিহত ২, অস্ত্রসহ আটক ৫।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করেন। তখন সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায়। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় তারা। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া পিস্তলছবি: আইএসপিআর

বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, রাত একটার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী জুম্মনসহ দুজন নিহত হন। এ ঘটনায় যৌথ বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করে। মরদেহ দুটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে গুলিবিনিময়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘শয়তান পাকড়াও’ অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে নিহত ২

আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

দেশজুড়ে চলছে ‘শয়তান পাকড়াও’ অভিযান তথা অপারেশন ডেভিল হান্ট। দেশের চলমান সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে এই অভিযান শুরু হয়েছে। বিশেষ করে, গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয়ে বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১২ দিনে ৬ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে ঢাকার মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যানে অভিযান চালায়। অভিযানকালে সন্ত্রাসীরা যৌথবাহিনীর ওপর গুলি বর্ষণ করে। এ সময় গুলিশয়ের ঘটনা ঘটে। তাতে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়।

আইএসপিআরের বিবৃতি

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান নিয়ে আইএসপিআরের বিবৃতিতে জানায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া পাঁচ ব্যক্তি
মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া পাঁচ ব্যক্তিছবি: আইএসপিআর

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার আইএসপিআরের বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠানো হয়। বিবৃতির শিরোনাম: মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর উপর গুলি, নিহত ২, অস্ত্রসহ আটক ৫।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করেন। তখন সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায়। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। পাঁচজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় তারা। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া পিস্তলছবি: আইএসপিআর

বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, রাত একটার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী জুম্মনসহ দুজন নিহত হন। এ ঘটনায় যৌথ বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করে। মরদেহ দুটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে গুলিবিনিময়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য জানিয়েছেন।