লিবিয়ায় মাফিয়াদের কাছে বাংলাদেশি কিশোর বিক্রি

- আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
আঠারো বছরের কিশোর সজীব মাতুব্বরকে ইতালিতে পাঠানোর কথা বলে বছর দুইয়েক আগে লিবিয়ায় নিয়ে গিয়ে মাফিয়াদের কাছে বেচে দেওয়া হয়।
সজীবের মা লাকী আক্তার সংবাদমাধ্যমকে জানান, লিবিয়ায় ছেলেকে নির্যাতন করে আমাদের কাছ থেকে দফায় দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র। টাকা দেবার পরও মুক্তি মেলেনি সজিবের। ছেলে এখন নিখোঁজ।
অবশেষে মাদারীপুরের ডাসার থানায় মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সুজন সরদার (৩৬) ও রিক্তা আক্তার (৩০) নামে মামলা করা হয়। ডাসার থানা পুলিশ সুজন সরদার ও রিক্তা আক্তারকে গ্রেপ্তার করছে পুলিশ।
শুক্রবার এসব তথ্য জানিয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, কিশোরের মা লাকী আক্তার বাদী হয়ে সুজন সরদারসহ ১৬ জনকে আসামি করে ডাসার থানায় মানবপাচার ও দমন আইনে মামলা করেন।
মামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় আসামীরা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন সরদার ও তার সহযোগীরা ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।