রোহিঙ্গাদের ফেরাতে রাষ্ট্রপুঞ্জে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হওয়ায় সন্তুষ্ট বাংলাদেশ

- আপডেট সময় : ১০:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ২১৪ বার পড়া হয়েছে
জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ ১৯৩টি দেশ এক যোগে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সংক্রান্ত প্রস্তাবটি পাস করেছে। সেখানে সবাই এক বাক্যে স্বীকার করেছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। এটি বাংলাদেশের একটি অর্জন এবং প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হওয়ায় সন্তুষ্ট বাংলাদেশ।
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার প্রতিক্রিয়ায় একথা জানিয়েছেন।
মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন ড. মোমেন। এসময় তিনি বলেন, এর আগে জাতিসংঘে রোহিঙ্গাদের নিয়ে যে প্রস্তাবটি পাস হয়েছে, সেখানে ভোটদানে বিরত থাকি
আমরা। কারণ সে সময় আমাদের প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়া হয়নি। এবার বাংলাদেশের প্রস্তাবটি সবাই পাস করেছে। এটি আমাদের মনমতোই হয়েছে।

সোমবার জেনেভায় রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জবাবদিহি নিশ্চিত ও তাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।
২০১৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের পর জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের কূটনৈতিক প্রচেষ্টায় এবারই প্রথম কোনো প্রস্তাব বিনা ভোটে জাতিসংঘে গৃহীত হলো।