রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামী বৈধ

- আপডেট সময় : ০৯:১৩:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিয়েছিলো হাইকোর্ট। এক যুগ পর তা বাতিল করে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রবিবার দেওয়া রায়ে আদালত বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।
জামায়াতের করা আপিল গ্রহণ করে রায় দিয়েছেন এমন দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এখন জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের সিদ্ধান্ত বৈধ বলে গণ্য হবে, এমনটিই জানিয়েছেন দলটির আইনজীবীরা। সেদিন আদালতে জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
নির্বাচন কমিশনের তরফে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। আদালতের এমন রায়ে শুকরিয়া প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানান।