মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাবে বিএজেপি: রফিকুল আমীন

- আপডেট সময় : ১১:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আগারগাঁও নির্বাচন ভবনে আসতে থাকে নবগঠিত বিভিন্ন রাজনৈতিক দল। একে একে তারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তখন দুপুর গড়িয়ে। সে সময় বিপুল সংখ্যক নেতা-কর্মীর মিছিল নিয়ে উৎসব মুখর পরিবেশে নিবন্ধন পেতে নথিপত্র জমা দিতে আসে বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি)।
নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে রাজনৈতিক দলের কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো রবিবার। বিএজেপি’র আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে বিএজেপি’র নিবন্ধনের জন্য নথিপত্র জমা দেন।
জমাদান শেষে বিএজেপি’র আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন সাংবাদিকদের বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়াই করে চলেছে। এক তরফা শাসন ব্যবস্থার খড়গ চালানো হয়েছে দীর্ঘ বছর। কিন্তু দেশের মানুষ এর প্রতিবাদ করতে সাহস পায়নি। তবে, এ অবস্থার পরিবর্তন হবে। অন্ধকার পথ পেরিয়ে আলোর পথে হাটবে মানুষ-স্বৈরতন্ত্র নয়, গণতন্ত্রের চর্চায় ফের মনোনিবেশ করা সম্ভব হবে এই বিশ্বাসকে ধারণ করেই একটি নতুন দিনের আশায় বুক বেধে ছিলাম। অবশেষে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারের বিদায় হয়েছে। এমন পরিস্থিতিতে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আমজনগণ পাটি।

ড. মোহাম্মদ রফিকুল আমীন উপস্থিত সাংবাদিকদের বলেন, নতুন দল নিবন্ধন পেতে ইসি যে শর্ত দিয়েছে ইতোমধ্যে আমরা সব শর্ত পূরণ করেছি। ইসির শর্তপূরণ করতে আমজনতা পার্টি জেলা ও উপজেলা কমিটি গঠন করতে গিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা পেয়েছেন তারা।
এসময় দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুলাই-আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, চব্বিশের গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে বর্তমানে সুস্থ গণতান্ত্রি চর্চার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সরকার রাজনৈতিক বান্ধব সরকার। সরকার বাংলাদেশের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার দল বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দিয়ে সঠিক রাজনৈতিক চর্চা করার সুযোগ দেবে এমনটিই প্রত্যাশা করেন রাজনৈতিক ও সমাজ চিন্তক ফাতিমা তাসনিম। সাংবাদিকদের বলেন, তাদের দল বাংলাদেশ আমজনগণ পার্টির প্রতীকের জন্য ঘন্টা, কলম এবং আনারস চাওয়া প্রতীক চাওয়া। এসব তথ্য জানায় দলটির যোগাযোগ ও মিডিয়া বিষয়ক উপ-কমিটির প্রধান।

গত ১৭ এপ্রিল ঢাকার অভিজাত হোটেলে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামকরণ করা হলেও পরবর্তিতে সংশোধন করে গেল ৭ মে বাংলাদেশ আমজনগণ পার্টি নামকরণ করা হয়। ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটির করা আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম।
শেষ দিনে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের হয়ে আবেদন জমা দিতে রোববার নির্বাচন কমিশনে আসেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ দলের অসংখ্য নেতাকর্মী। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।