যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ড. ইউনূস

- আপডেট সময় : ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে বড় অংকে শুল্ক বসানোর প্রেক্ষিতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বলে জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, সরকারের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা, বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিশ্বের শতাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন, তাতে বাংলাদেশের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৭ শতাংশ সম্পূরক শুল্কের মুখোমুখি হবে।
এতদিন বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ছিল গড়ে ১৫ শতাংশ, যা এখন বেড়ে হল মোট ৫২ শতাংশ।
বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার মধ্যে তৈরি পোশাকের পারিমাণ ৭৩৪ কোটি ডলার।
নতুন করে সম্পূরক শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস অবশ্য বলেছেন, আলোচনার মাধ্যমে এর সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী।