মোংলা বন্দরে আসা পণ্যবাহী জাহাজের চীনা প্রকৌশলীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ৫৩৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের মোংলা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের প্রধান প্রকৌশলী চীনা নাগরিক ফ্যান হংজি (৪৩) মারা গেছেন। জাহাজে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে বন্দরের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন এবং বরেন, ফ্যান হংজি (৪৩) চীনা নাগরিক। তিনি বুধবার রাত সোয়া ২টা নাগাদ মারা যান। মি. ফ্যান হংজি সিঙ্গাপুরের পতাকাবাহী ইপিক সেন্ট কিটস নামের একটি বাণিজ্যিক জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। ফরিদদ্দিন আরও জাহান, বুধবার বেলা ১১টার দিকে ভারত থেকে এলপিজি গ্যাস নিয়ে আসা জাহাজটি বন্দরেন ফেয়ারওয়ে বয়ার বাইরে অবস্থান নেয়। সেখান তিনি অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় তার এই অসুস্থতার খবর পান। এরপর জাহাজটিতে বন্দরের চিকিৎসক দল পাঠানো হয়। চিকিৎসকরা রাত ২টা ২০ মিনিটে ফ্যান হংজিকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ইপিক সেন্ট কিটসের বাংলাদেশের শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফ্যান হংজি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় জাহাজের নিজস্ব চিকিৎসক দল তার চিকিৎসাসেবা দিতে থাকেন। জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছালে বন্দর চিকিৎসক দল জাহাজে পৌছে পরীক্ষা-নিরীক্ষার পর ফ্যাজ হংজিকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আকাশ পথে চলাচল স্বাভাবিক হলে তার মরদেহ চীনে পাঠানো হবে। তিনি সাত মাস ধরে এই জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছিলেন।