মিয়ানমারে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৭:০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঘোষণার পরই প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আবারও নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। আর এটি হলো সেনা অভ্যুত্থানের তৃতীয় বার্ষিকীর প্রাক্কালে।
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের তিন বছর পূর্তিতে জান্তা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা করে সেনাবাহিনী। যার মধ্যদিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পথ বন্ধ হয়ে যায়।
কিন্তু দক্ষিণ এশিয়ার দেশটির জনগণ সেনাশাসন মেনে নেয়নি। তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন গড়ে তোলে। কিন্তু জান্তা বাহিনী সেই আন্দোলনে নজিরবিহীন দমনপীড়ন শুরু করে। হাতে অস্ত্র তুলে নেয় জনতা। এরপর যতই সময় গড়িয়েছে, ততই বেড়েছে সশস্ত্র বিদ্রোহ।
অভ্যুত্থানের তিন বছর পরও সেই সশস্ত্র বিদ্রোহ ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে জান্তা। এ অবস্থায় দেশের বিস্তীর্ণ অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। এমন অবস্থায় পতনের দোরগোড়ায় পৌঁছে গেছে মিন অং হ্লাইংয়ের সরকার। এ কারণে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বার্মার সামরিক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান ও চার ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তারা। বিবৃতি মতে, শোয়ে বাইন ফিউ গ্রুপ অব কোম্পানিজ ও পণ্য পরিবহন প্রতিষ্ঠান মিয়ানমা ফাইভ স্টার লাইন কোম্পানি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।