মানবসেবায় হলি আইডিয়েল স্কুল
- আপডেট সময় : ১২:২৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ৩২৭ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট, ঢাকা
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত হলি আইডিয়েল স্কুল ফ্রি স্বাস্থ্যক্যাম্পের আয়োজন করে। হলি আইডিয়েল স্কুল এবং শাহজাহানপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে সেবা দেয়া হয়। হেলথক্যাম্পে ডায়াবেটিস, রক্তের গ্রুপ এবং উচ্চ রক্তচাপসহ নানা ধরণের সেবা প্রদানে হাত বাড়িয়েছে ইসলামী ব্যাংক হাসপাতাল।
দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন, হলি আইডিয়েল স্কুলের চেয়ারম্যান পুলিশ সুপার নাবিলা জাফরিন রীনা। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে শাহজাহানপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিনামূল্যে সেবা প্রদানের জন্য কৃতজ্ঞা প্রকাশ করেন।
নাবিলা জাফরিন রীনা আরও বলেন, এলাকার সুস্থ মানুষের সেবায় আজ যে উদ্যোগ নেওয়া হয়েছে, আগামীতেও এমনি উদ্যোগে আজকের সহযোগিরা এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, মানব সেবাই ধর্ম, কর্মই জীবন।
এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। সমাজের সামর্থবানদের সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান এই পুলিশ সুপার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল হাফিজুর রহমান এবং শাহজাহানপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।