মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব:ফরিদা আখতা

- আপডেট সময় : ০৯:১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
মৎস্যজীবীদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের মূল কাজ হচ্ছে মাছ রক্ষা করা। মাছ রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম। প্রবাসীরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে মজবুত রাখছেন। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের জন্য মনপুরাবাসী যেমন বড় ভূমিকা পালন করে যাচ্ছেন। এসময় ইলিশ রপ্তানিতে গুরুত্বপূর্ন অবদান রাখতে মৎস্যজীবীদের আহ্বান জানান উপদেষ্টা।
সোমবার ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ চর গোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম পরিদর্শন ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় বৈঠকে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, আমাদের মনে রাখতে হবেমাছের জন্য পৃথিবীর মানুষ বাংলাদেশকে জানে বিশেষ আমাদেও জাতীয় মাছ ইলিশ সেই পরিচিতি এনে দিয়েছে। পৃথিবীতে কোন দেশে বাংলাদেশের ইলিশের মতো স্বাদে-গন্ধে ভরপুর ইলিশ মিলে না। ফরিদা আখতার বলেন, মাছেকে প্রাকৃতিকভাবে ডিম পাড়তে দেওয়া, বড় হতে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এসময় আমাদের কথা জেলেরা শোনেন কিন্তু ব্যবসায়ীরা আইন ভঙ্গ করে আপনাদের মাছ ধরতে উৎসাহিত করে থাকেন। কাজেই এধরণের খারাপ কাজ যেন কেউ না করতে পারে সে লক্ষ্যে কোস্টগার্ড, নৌ-পুলিশ কাজ করে যাচ্ছে।
মনপুরার জেলেদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমরা সবাই একসাথে কাজ করতে পারলে পরিবর্তন আনা সম্ভব। মৎস্য কর্মকর্তারা আপনাদের সমস্যা ও সম্ভবনা নিয়ে কথা বলে থাকেন, এমনকি ঢাকাতেও এবিষয়ে কথা হয়ে থাকে। তারা যতোই বলুক সরাসরি আপনাদের মুখ থেকে শোনা আর অন্যভাবে শোনার মধ্যে পার্থক্য রয়েছে। আর এ জন্যই আপনাদের কাছে আসা।
উপদেষ্টা বলেন, জেলেদের শুধু ঘূর্ণি ঝড়ের বার্তা দিলে হবে না, তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। জেলেদের রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হতে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্চ লাইট সরবারহ করা হবে। শুধু মাছ ধরা নয় আপনাদের কৃষি কাজ, হাঁস-মুরগী, গরু-ছাগল পালনের প্রতি মনোযোগী হতে হবে। এর মাধ্যমে আপনারা অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হতে পারেন।
জেলেরা মনপুরাতে সাইক্লোন সেন্টার, নলকূপ,বিদ্যালয়সহ রাস্তা ঘাটের দূরাবস্থা তুলে ধরেন। এসময় উপদেষ্টা বলেন যদিও আমি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তথাপি আপনাদের সমস্যার বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছে উপস্থাপন করা হবে।
উপদেষ্টা বলেন, মানবসৃষ্ট ও প্রাকৃতিক দূর্যোগ জেলেদের বড় সমস্যা। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় খাল খনন করে জেলেদের দুর্ভোগ লাঘব করা হবে এবং নদী ও সাগরে ডাকাতদের দৌরাত্ম্য কমাতে স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা প্রদান করেন।
উপদেষ্টা ৮০ জন জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট, লাইভ বয়া ও টর্চ লাইট বিতরণ করেন।
দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা ও মনপুরা উপজেলার চর গোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রামের মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।