সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারে অংশ নিচ্ছে বাংলাদেশের ফায়ার সার্ভিস

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারে অংশ নিচ্ছে বাংলাদেশের ফায়ার সার্ভিস। ভয়াবহ ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার বিশেষ বিমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এই উদ্ধারকারী দল ঢাকা ছাড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের নেতৃত্বে তিনজন অফিসার ও সাতজন ফায়ারফাইটার এই উদ্ধারকারী টিমে রয়েছেন।
এর আগেও ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছিল।