ভারত-ভিয়েতনাম থেকে ৩৮ হাজার টন চাল আমদানি

- আপডেট সময় : ০৯:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
ভারত ও ভিয়েতনাম থেকে এল ৩৮ হাজার টনের বেশি চাল। ‘জি-টু-জি’ ভিত্তিতে ভিয়েতনাম থেকে আর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরকার ভারত থেকে এসব চাল কিনেছে।
ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮৮০ টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। বুধবার ভিয়েতনাম থেকে ১৭ হাজার ৮০০ টন আতপ চাল নিয়ে বন্দরের জেটিতে ভিড়ে এমভি ট্রং অ্যান শিপ।
আর ভারত থেকে ২১ হাজার ৮০ টন সিদ্ধ চাল নিয়ে এমভি রেক এলিট জাহাজটি বন্দরের সাইলো জেটিতে ভিড়েছে। খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা সংবাদমাধ্যমকে বলেন, ভিয়েতনাম থেকে আসা চালের নমুনা পরীক্ষার পর খালাস শুরু হয়েছে।
ভারত থেকে আসা চালের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বুধবার রাতের মধ্যেই খালাস শুরু হতে পারে। ‘জি-টু-জি’ ভিত্তিতে ভিয়েতনাম থেকে আর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরকার ভারত থেকে এসব চাল কিনেছে।