ভারতে পালিয়ে থাকা পিকে হালদারকে ফেরাবে দুদক

- আপডেট সময় : ০৯:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
ভারতে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার তথা পিকে হালদারকে বন্দি-বিনিময় চুক্তির আওতায় ফেরাতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশের ৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে সাড়ে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে পালিয়ে যায় পি কে হালদার। সেখানে রাজকীয় জীবন কাটাচ্ছিল। ২০২২ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গের রাজারহাটের একটি হোটেল থেকে পি কে হালদারকে গ্রেফতার করে দেশটির আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা ইডি।
পি কে হালদারের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দি-বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় পিকে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

প্রথমে পিকে হালদারকে গ্রেফতারের পর অপর পাঁচ সহযোগীকেও গ্রেফতার করা হয়। গেল বছরের ডিসেম্বরের পশ্চিমবঙ্গের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন পিকে হালদার।
বাংলাদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের মামলায় গত বছরের অক্টোবরে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত।