ভারতে পাচারকালে ১৮ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

- আপডেট সময় : ১২:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
ভারতে স্বর্ণ পাচার থামছে না। স্বর্ণ চোরাচালান চক্র বাংলাদেশ থেকে নানা কায়দায় ভারতে স্বর্ণ চোরাচালান করছে। যশোর, চুয়াডাঙ্গা, দর্শনাসহ বিভিন্ন সীমান্তপথ গলিয়ে স্বর্ণ যাচ্ছে ভারতে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাবার সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) যাত্রীবাহী বাসে র তল্লাশি করে রফিকুল ইসলাম (৪২) এবং মোঃ লিটন খান (২৬) নামের দুইজনকে আটক করে।
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২.৪১১ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি আটক করে তল্লাশি চালানো হয়। উদ্ধার স্বর্ণ ভারত পাচারের উদ্দেশ্যে ঢাকা চুয়াডাঙ্গা সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল।
জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।