ভারতে পাচারকালে ১১টি স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকার স্বর্ণের বার উদ্ধার
ভারতে পাচারকালে ১১টি স্বর্ণের বারসহ জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ী সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। জাকির হোসেন লক্ষীদাড়ী গ্রামে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, লক্ষীদাড়ী এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের খবর পেয়ে ভোমরা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল লক্ষীদাড়ী সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
এ সময় সেখানে সন্দেহজনক ভাবে চলাফেরা করতে থাকা জাকির হোসেনকে আটক করে। পরবর্তীতে তার কোমর থাকা গামছায় পেঁচানো ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।
স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা এবং সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।