ভারতে পাচারকালে জব্দ ১,৩৩৫ কেজি ইলিশ
- আপডেট সময় : ০৩:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
ভারতে ইলিশের পাচার থামছে না। বিভিন্ন সীমান্ত পথে পাচার হয়ে যাচ্ছে লাখ লাখ টাকার ইলিশ। অথচ ভরমৌসুমে বাংলাদেশের ইলিশের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিভিন্ন মাছ ব্যবসায়ী ভারতে রপ্তানির সুয়োগে নীচে ইলিশ এবং ওপরের রুই-কাতল ও অন্যান্য মাছ দিয়ে পাচার করছে ইলিশ। বাংলাদেশের বিভিন্ন বাজারের মাছ ব্যবসায়ীরা এই অভিযোগ করেন।
ভারতে ইলিশের পাচারের ধারাবাহিকতায় এবারে গত বুধবার ও বৃহস্পতিবার ভারতে পাচারকালে ১,৩৩৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাংলাদেশের উত্তর-পূর্ব কুমিল্লার এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এই বিপুল পরিমাণ ইলিশ জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জানান, কুমিল্লা, ব্রহ্মণবাড়িয়া ও সিলেটের বিভিন্ন সীমান্ত পথে ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে পাচার হচ্ছে ইলিশ। সর্বশেষ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক সীমান্ত দিয়ে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।
তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭২-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক স্থানে এসব ইলিশ পাওয়া যায়। এসময় কাউকে পাওয়া যায়নি। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ইলিশের চালান ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দ ৪৪০ কেজি ইলিশ মাছের মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। ইলিশগুলো বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) বুড়িচংয়ের আনন্দপুর সীমান্তে সাড়ে ৬০০ কেজি ইলিশ জব্দ করে বিজিবি। অভিযানে বিজিবি টহল দল পাহাড়ি টিলায় তল্লাশি চালিয়ে ৩১টি ককশিটের বাক্সভর্তি ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত ইলিশের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।
অন্যদিকে, আজ সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচারকালে ২৭৫ কেজি ইলিশের জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ঘিলাতলী নামক স্থানে অভিযান চালিয়ে ইলিশ জব্দ করে।